WE BRING OUT
THE BEST IN YOU

If you have wings, we'll make you fly

img

6000+

Students Have Their Faith

700+

Job Placement Anywhere

97%

Students Satisfaction Ratio

Success Stories

Your Image

“ আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি। আমি এখন পর্যন্ত লোকালি এবং গ্লোবালি ৭০০ ডলারের মত কাজ করেছি। আমার মনে হয় যেকোনো কাজে লেগে থাকাটাই বড় এবং স্যারদের নির্দেশনার পাশাপাশি নিজের আলাদা শ্রম দিতে হবে। কাজের সুযোগ তৈরির জন্য নিজেরও রিসার্চ করা প্রয়োজন। সফলতা সবসময় দ্রুত নাও আসতে পারে। হাল ছাড়া যাবেনা। কোর্স কোয়ালিটি এবং মেন্টরদের সাপোর্ট ছাড়া যা কখনো সম্ভব ছিলোনা। ”

Your Image

“ আমি গত দশ মাসে ৩০০০+ ডলার আর্ন করেছি। সেই সাথে আপওয়ার্ক থেকে টপ রেটেড ব্যাজ পেয়েছি। সংসার এবং বাচ্চা সামলিয়ে প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ করি এতে করে মাসে এখন প্রায় ৪০-৫০ হাজার টাকা ইনকাম করছি। আমি খুব ভালো অনুভব করি সংসারে নিজে কনট্রিবিউট করতে পেরে। লাইফে টার্নিং পয়েন্ট কখন আসবে বলা মুশকিল। বিডিং করলেই যে কাজ পাওয়া যাবে এমন নয়। প্রক্রিয়াটি চলমান রাখতে হবে।"

Your Image

“ আমি এই কোর্স থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমার বন্ধু-বান্ধব থেকে MIT PARK সম্পর্কে শুনেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম একবার চেষ্টা করা যেতেই পারে। কোর্স চলাকালীন সময়েই আমি ৩টি কাজ পেয়ে যাই যা সর্বমোট ৩০ ডলারের ছিল। এই ৩টি কাজ আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। এখন পর্যন্ত আমার আর্নিং ৫০০+ ডলার ছাড়িয়ে গেছে এবং কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট এর সাথে সফলভাবে কাজ করে যাচ্ছি।

Your Image

"আমি সব সময় স্বপ্ন দেখতাম নিজের একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য। আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি। এখন ছোট একটা নিয়ে কাজ করছি। এই সেক্টরে কাজ করে আসলে অনেক কিছুই করা সম্ভভব। আমি বর্তমানে যেটা ইনকাম করছি সেটা বাংলাদেশের যেকোনো প্রথম শ্রেণীর চাকরিজীবীর থেকে অনেক বেশি। শুরুটা এতো সহজ ছিল না। আমার মধ্যেও হতাশা কাজ করেছে কিন্তু হাল ছাড়িনি। দিন শেষে ফল পেয়েছি।"

Your Image

“ পড়ালেখা শেষ করে নিজে কিছু করার উদ্দেশ্যে MIT PARK এ আসি ও গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হই। রেগুলার ক্লাস করি ও প্রাকটিস কাজগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই। আমার কাজগুলো এক ফরেন ক্লায়েন্ট এর পছন্দ হয়। তিনি আমায় কাজের অফার করেন। আমি এই পর্যন্ত প্রায় ২০০০ ডলার এর মতো ইনকাম করেছি যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ টাকা। আমার যেকোনো প্রয়োজনে সবসময়ই MIT PARK এর সাপোর্ট পেয়েছি। ”

Your Image

“ আমি মূলত একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। নিজের কনটেন্ট ডেভেলপ করার জন্য MIT PARK থেকে ভিডিও এডিটিং কোর্সটি করি। আমি পূর্বে যা ছিলাম তা থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি। এখন আমার ভিডিও কন্টেন্টগুলো অনেক প্রফেশনালভাবে এডিট করতে পারছি। আর সবথেকে বড় বিষয় হলো এই স্কিল কাজে লাগিয়ে গত দুই মাসে ফ্রীলান্সিং মার্কেটপ্লেস ফাইভার থেকে ১৫০+ ডলার ইনকাম করেছি। স্কিল কখনো নষ্ট হয়না।”